মাইক্রোসফট অফিস থেকেই Word ফাইলকে কনভার্ট করুন PDF ফাইলে

অনেক সময় আমাদের অফিস ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হয়। এজন্য অধিকাংশ সময়ই আমরা বিভিন্ন সফটওয়্যার বা ইন্টারনেটের সাহায্য নেই। কিন্তু Microsoft Office 2007 2010 থেকেই Word ফাইলকে Pdf কনভার্ট করা যায়। জিনিসটা অনেকেই জানেন; যারা জানেন না তাদের জন্যই আমার টিউন।
Microsoft Office 2007 এর সাহায্যে কনভার্ট
প্রথম অংশটুকুর জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন।
  • প্রথমে Microsoft Office Word কে Open করুন।
  • উপরের বাম কোণার Office Logo তে ক্লিক করুন। নিচের Menu এর Save As অপশনটির উপর মাউসের পয়েন্টার রাখুন এবং Side Menu থেকে Find add-ins for other file formats সিলেক্ট করুন।